এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও ঔপন্যাসিক এরশাদ আহমেদ এর রোমান্টিক উপন্যাস “মনপ্রিয়া”

- আপলোড সময়: ০৪:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৮৭ বার পড়া হয়েছে

মুক্তকণ্ঠ সাহিত্য :-এবছর প্রকাশিত হয়েছে কবি ও ঔপন্যাসিক এরশাদ আহমেদ এর রোমান্টিক উপন্যাস মনপ্রিয়া। সারসংক্ষেপে বললে সেই তো বছর তিনেক আগের কথা যখন প্রায় প্রতিদিনই আমাকে সেই উপশহরের পথ ধরে পথ চলতে হতো। একদা উপশহরের সেই পথ ধরে পথ চলতে গিয়ে দেখা মিললো সেই এক দুর্লভ স্বর্গবালার সাথে। যে ছিল দেখতে খুবই অপরূপ, খুবই সুন্দরী মধু মানবী, যাকে প্রথম দেখাতেই মনে হয়েছিল এ যে প্রেমের মক্ষিরানী-আর তখন অবাক চোখে আমিও অপলক চেয়ে ছিলাম তার পানে। আর যখন সেও এভাবেই আমার মতোই হুবহু দৃঢ় নয়নে একাগ্রচিত্তে আমার দিকে সুগভীর ধ্যায়ানে চেয়ে উঠলো তখন আমি দেখেছিলাম জগৎ সুন্দরী প্রেমময়া এক মধু মানবীকে, তাকে দেখেই প্রেমের গভীরতা আরও বেড়ে গেল। আর তখন প্রেমের চক্ষু খোলে যখনি তার দিকে তাকালাম তখনই প্রেমের রূপালি পর্দায় ভেসে উঠলো তার প্রেমের অমিয় অমৃত সকল সৌন্দর্যগুলি! আমি তখন দেখেই চললাম দৃঢ়চিত্ত অক্ষিপানে অনুরাগিনীর রূপরেখা তখন তাকে মনে হয়েছিল কমলবরলোচনা প্রেম কমলবদনী! যখন সেও আঁখি মেলে চাইলো যেন মনে হয়েছিল সে যে মধুমক্ষি কমলাক্ষী, শরীরও যেন সেই কমল-বরণ যেন মনে হলো কখনো অপ্সরী কখনো পরী আবার কখনো মানবী। তারপর…