আস্থা লাইফ ইন্সুরেন্স ময়মনসিংহ শাখায় সেলস মিটিং ও ট্রেনিং অনুষ্ঠিত
- আপলোড সময়: ১১:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩০৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম, ময়মনসিংহ থেকেঃ- বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মি ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ময়মনসিংহ জোনাল অফিসের আয়োজনে সেলস মিটিং, আলোচনা সভা ও ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। একটি যুগোপযোগী জীবন বীমা পলিসিই পারে আপনার বর্তমানে ও অবর্তমানে আপনার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যবসায়িক সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। রবিবার সকাল থেকে দিনব্যাপী ময়মনসিংহ সেনানিবাস ক্যান্টনমেন্ট আস্তা লাইফ ইন্সুরেন্স কোম্পানি শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা সেলস মিটিং ও ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সেলস ম্যানেজার ভবতোষ কুমার বিশ্বাস, এক্সিকিউটিভ ও ট্রেনিং ইন চার্জ এনামুল হক, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আব্দুর রফিক,ইউনিট ম্যানেজার কামাল হোসাইন,ফজলুল করিম,জাহাঙ্গীর আলমসহ ময়মনসিংহ বিভাগীয় ও জেলার বিভিন্ন উপজেলার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটগণ উপস্থিত ছিলেন।