পাগলা থানায় ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময়: ০৬:৫৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধিঃ- ময়মনসিংহ জেলার পাগলা থানায় ২ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত (০৯ ফেব্রুয়ারি) শুক্রবার পাগলা থানার সেকেন্ড অফিসার আমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টীম অভিযান চালিয়ে দুই কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ এসময় সঙ্গে থাকা আরো তিন জন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
জানাগেছে পাগলা থানার সেকেন্ড অফিসার এস আই (নিঃ) আমিনুল হক সঙ্গীয় এ এস আই আনোয়ার হোসেন ও ফোর্স মিলে মাদক উদ্ধার ডিউটি করার সময় পাগলা থানার টাংগাব ইউনিয়নের পাচাহার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হিমেল খান (২৫) নামের মাদক কারবারি কে দুই কেজি গাজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। এ সময় ৩/৪ জন আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর গ্রামের বাড়ি পাগলা থানার পাচাহার গ্রামে। থানা সূত্রে জানাগেছে আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। মামলা নং ০৫- ৯/২/২৪ ইং। মাদক কারবারি গ্রেফতারের বিষয়ে অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করা হবে। অন্যান্য মাদক কারবারী, জুয়ারী ও পেশাদার অপরাধীদের আইনের আওতায় আনতে পাগলা থানা পুলিশ বদ্ধ পরিকর।