ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুিষ্ঠত হয়েছে। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে ৭ ফেব্রæয়ারী বুধবার দুপুর ২ টায় ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার (অঃদাঃ) এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস অফিসার সাইদুর রহমানের পরিচালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনার, মাসুদা ভাট্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ. কে. এম মেজবা উদ্দিন কাইয়ুম ও তথ্য কমিশনের উপ-পরিচালক সোহানা নাসরিন। সভায় উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, লুৎফর রহমান, ভালুকা পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, চাপরবাড়ী দাখিল মাদরাসার সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, এস এম শাজাহান সেলিম, আ.ক.ম রফিকুল ইসলাম, এ.বি.এম জিয়া উদ্দিন বাসার, ভালুকা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি কামরুল ইসলাম, ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি শ্রী প্রবীর ভৌমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।