ময়মনসিংহ ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন মানিক সভাপতি, খলিল সাধারণ সম্পাদক

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৩৩ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি :- কামরুজ্জামান মানিক (ইত্তেফাক) কে সভাপতি ও খলিলুর রহমান (প্রতিদিনের সংবাদ) কে সাধারণ সম্পাদক করে ভালুকা রির্পোটার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার রাতে সংগঠনের সাধারণ পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এস এম শাজাহান সেলিমের সভাপতিতে আতাউর রহমান তরফদার সভা পরিচালনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-কামরুল ইসলাম (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক-আজমল হুদা মাদানী (কালবেলা), কোষাধক্ষ-মীর গোলাম সাকলায়েম ফাহাদ (প্রতিদিনের বাংলাদেশ),দপ্তর সম্পাদক-বরকত উল্যাহ (নাগরিক টিভি), প্রচার সম্পাদক- খোরশেদ আলম জীবন (বাংলা টিভি), কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শাজাহান সেলিম(মোহনা টিভি), রফিকুল ইসলম রফিক (আনন্দ টিভি), মনিরুজ্জামান খান (মানবজমিন) ও মাহমুদুল হাসান ফুরাদ (প্রথম আলো)। সম্মানিত সদস্য হলেন, আতাউর রহমান তরফদার(সংবাদ), এম এ মালেক খান উজ্জল (সমকাল), অধ্যাপক তারিকুল ইসলাম খান (শাশ^ত বাংলা), সফিল্লাহ আনসারী (যায়যায়দিন), রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন) ও শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ)।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন মানিক সভাপতি, খলিল সাধারণ সম্পাদক

আপলোড সময়: ০৭:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি :- কামরুজ্জামান মানিক (ইত্তেফাক) কে সভাপতি ও খলিলুর রহমান (প্রতিদিনের সংবাদ) কে সাধারণ সম্পাদক করে ভালুকা রির্পোটার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার রাতে সংগঠনের সাধারণ পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এস এম শাজাহান সেলিমের সভাপতিতে আতাউর রহমান তরফদার সভা পরিচালনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-কামরুল ইসলাম (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক-আজমল হুদা মাদানী (কালবেলা), কোষাধক্ষ-মীর গোলাম সাকলায়েম ফাহাদ (প্রতিদিনের বাংলাদেশ),দপ্তর সম্পাদক-বরকত উল্যাহ (নাগরিক টিভি), প্রচার সম্পাদক- খোরশেদ আলম জীবন (বাংলা টিভি), কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শাজাহান সেলিম(মোহনা টিভি), রফিকুল ইসলম রফিক (আনন্দ টিভি), মনিরুজ্জামান খান (মানবজমিন) ও মাহমুদুল হাসান ফুরাদ (প্রথম আলো)। সম্মানিত সদস্য হলেন, আতাউর রহমান তরফদার(সংবাদ), এম এ মালেক খান উজ্জল (সমকাল), অধ্যাপক তারিকুল ইসলাম খান (শাশ^ত বাংলা), সফিল্লাহ আনসারী (যায়যায়দিন), রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন) ও শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ)।