ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:– ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে গ্রীণ অরণ্য পার্কে দর্শনার্থী সেজে ছিন্তায়ের সময় উৎসুক জনতার হাতে আটক হয় দর্শনার্থী জনৈক মোঃ শাজাহান মিয়া (২৯), এবিষয়ে গত (০৪ ফেব্রুয়ারী) রবিবার রাতে পার্কের ম্যানেজার মোঃ জাহিদ হাসান সাগর বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায় গত (০৪ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শাজাহান মিয়া, দর্শনার্থী সেজে পার্কে প্রবেশ করে “সুইং চেয়ার রাইডের” টিকেট কাটিয়া সিরিয়াল ওভারটেক করিয়া রাইডে উঠতে চাইলে রাইডে কর্মরত কাউন্টার ম্যান মোঃ মুনসুর আলী শাজাহানকে বাধা নিষেধ করিয়া সিরিয়ালে আসিতে বলিলে অভিযুক্ত শাজাহান ক্ষিপ্ত হইয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া মুনসুর আলীর শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এবং সুইং চেয়ারের ক্যাশ কাউন্টারে প্রবেশ করিয়া ক্যাশে থাকা নগদ ২০,০০০/-টাকা নিয়ে দৌড় দেয় ওই সময় মুনসুর আলীর ডাক চিৎকারে পার্কে কর্মরত অন্যান্য স্টাফ ও কর্মচারীরা আগাইয়া আসিতে থাকিলে দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া তাহার সাদা রংয়ের টয়েটা গাড়ী যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-২৭৮৯ যোগে দ্রুত চলিয়া যায়। উক্ত সময় দর্শনাথী সহ অটো ড্রাইভার গন উক্ত গাড়ীটি আটক করার চেষ্টা করিয়া ব্যার্থ হয়। স্থানীয় অটো চালক ও দর্শনার্থীরা জানায় নেশা গ্রস্থ ওই যুবক নেশায় বিভোর হয়ে সাবাইকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে। এ বিষয়ে অভিযুক্ত শাজাহান মিয়াকে বার বার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।