মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকে :- ময়মনসিংহের ত্রিশালে দিন দুপুরে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। (২৯জানুয়ারি) সোমবার দুপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের দরিরামপুর ইভা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে এক বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। জানাগেছে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্লা এলাকার শিরিনা আক্তার তার আপন বড় ভাই এমদাদুল হককে নিয়ে প্রবাসী স্বামী হাফিজুল ইসলামের বিদেশ থেকে পাঠানো ৬ লাখ টাকা ত্রিশাল সোনালী ব্যাংক শাখা উঠিয়ে রিক্সা যোগে বাড়িতে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের দরিরাপুর ইভা ফিলিং স্টেশনের সামনে পৌছালে পূর্ব থেকে ছিনতাই কারীরা রিক্সা গতিরোধ করিয়ে ভেনিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। টহল পুলিশ ছিনতাই কারীদের পিছনে দাওয়া করিলে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের কাজির শিমলা উকিল বাড়ী মোড় থেকে দুই ছিনতাইকারীকে মোটরসাইকেল সহ আটক করে থানায় নিয়ে আসেন। তারা হলেন সোহাগ মিয়া (২৮) মেহেদী হাসান সাব্বির (২৫) মেহেদী হাসান সাব্বিরের বাড়ী উপজেলার পাঁচপাড়া ও সোহাগ মিয়ার বাড়ি একই উপজেলার চিকনা এলাকায়। ছিনতাইকারীদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ ৬ লাখ টাকা ও একটি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, ছিনতাইকারীদের নিকট থেকে ৬ লাখ টাকা উদ্ধার করে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.