ভালুকায় চোরাই কাঠসহ পিকআপ আটক

- আপলোড সময়: ১২:২১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে ৬৫২ দাগের বনবিভাগের সৃজিত বাগান থেকে চুরি করে গাছ কেটে নেওয়ার সময় টহলরত বনপ্রহরীরা কাঠসহ ওই পিকআপটি আটক করে। (২৯ জানুয়ারি) ভোর তিনটার সময় নিয়মিত টহল দেয়ার সময় কাঠ ভর্তি ওই পিকআপটি আটক করা হয়।হবিরবাড়ী বিট অফিসার মো. আশরাফুল আলম খান বলেন দীর্ঘদিন যাবত ওই চোর চক্রটি বনবিভাগের সৃজিত বাগান থেকে গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে, বিভাগীয় বন কর্মকর্তা, আ.ন.ম আব্দুল ওয়াদুদ স্যারের নির্দেশে আমরা বেশ কিছু দিন যাবৎ নিয়মিত টহল জোরদার করে কাঠসহ পিকআপটি আটক করতে সক্ষম হয়েছি তবে আমাদের উপস্থিতি টের পেয়ে চোর চক্রটি পালিয়ে যায়,
ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দীর্ঘদিন চেষ্টা চালিয়ে কাঠ ভর্তি পিকআপটি আটক করা হয়েছে, কারা কারা ওই চোর চক্রের সাথে জরিত তদন্ত করে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।