ময়মনসিংহ ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় স্বর্ণ চুরির মূল হোতা সেলিম গ্রেফতার

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ২০০ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- ময়মনসিংহ ভালুকায় দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মূল হোতা বাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার নরাই গ্রামর মৃত তাজুল ইসলামর ছেলে মোঃ সেলিম (৩৬) সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যক গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ২২ জানুয়ারী নারাগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর রায়েরটেক এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। এর আগে বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. দুলাল মিয়া (৩২) ও কুমিল্লা জেলার বাকুলিয়া উপজেলার মাষ্টারপুল বউবাজার এলাকার শিশু মিয়ার পুত্র মা. আমির হোসেন ওরফে মোটা আমির (৩৩) কে গ্রেফতার করেন পুলিশ। দুলাল মিয়া ও আমির হোসেন ওরফে মোটা আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সেলিমক গ্রেফতার করা হয়।

এসআই মো. কাজল হোসেন, এসআই মাহবুব অর রশিদ, এএসআই সুজন চদ্র সাহা এই অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য, ভালুকা উপজেলার বাটাজার বাজার হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে গত ১০ জানুয়ারি দুপুরে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শার্টার ফাক করে দোকানে প্রবেশ করে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়া যায়। ওই ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ১১ জানুয়ারী ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম বার জানান, স্বর্ণ চরির ঘটনায় মূল হোতাসহ পুলিশ ৩জনক গ্রেফতার করেছে। কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকী আসামীদর গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছ।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় স্বর্ণ চুরির মূল হোতা সেলিম গ্রেফতার

আপলোড সময়: ১১:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

খলিলুর রহমান:- ময়মনসিংহ ভালুকায় দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় মূল হোতা বাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার নরাই গ্রামর মৃত তাজুল ইসলামর ছেলে মোঃ সেলিম (৩৬) সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যক গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ২২ জানুয়ারী নারাগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর রায়েরটেক এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। এর আগে বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদ গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. দুলাল মিয়া (৩২) ও কুমিল্লা জেলার বাকুলিয়া উপজেলার মাষ্টারপুল বউবাজার এলাকার শিশু মিয়ার পুত্র মা. আমির হোসেন ওরফে মোটা আমির (৩৩) কে গ্রেফতার করেন পুলিশ। দুলাল মিয়া ও আমির হোসেন ওরফে মোটা আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সেলিমক গ্রেফতার করা হয়।

এসআই মো. কাজল হোসেন, এসআই মাহবুব অর রশিদ, এএসআই সুজন চদ্র সাহা এই অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য, ভালুকা উপজেলার বাটাজার বাজার হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে গত ১০ জানুয়ারি দুপুরে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শার্টার ফাক করে দোকানে প্রবেশ করে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়া যায়। ওই ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ১১ জানুয়ারী ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম বার জানান, স্বর্ণ চরির ঘটনায় মূল হোতাসহ পুলিশ ৩জনক গ্রেফতার করেছে। কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকী আসামীদর গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছ।