সংবাদ শিরোনাম :
ভালুকায় সিএনজি উল্টে নিহত এক আহত ১
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১২:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ২৫১ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ড্রাইভারপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি উল্টে লাল মিয়া (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে ও অজ্ঞাত এক শিশু (০৮) আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায় শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর তিনটার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহ গামী একটি সিএনজি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এসময় পিছনে থাকা যাত্রী লাল মিয়ার ছিটকে পরে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও অজ্ঞাত এক শিশু (০৮) আহত হয়েছেন। আহত শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত লাল মিয়া শেরপুরের নকলা থানার হুজুরীকান্দা এলাকার আমজত আলীর ছেলে।
ট্যাগস :