মোহাম্মদ সেলিম,ত্রিশাল ময়মনসিংহঃ- ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্লা পশ্চিম পাড়া গ্রামে একটি বাড়ীর ১২টি টিনসেট ঘরের মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী সোমবার ভোররাত পর্যন্ত উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দরিল্লা গ্রামের পশ্চিম পাড়ায় সংঘবদ্ধ একটি চোরের দল সিদ কেটে এসব ঘরে ডুকে নগদ টাকা, স্বর্ণ-অলংকার, মোবাইল ফোন ও জামা-কাপড় চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগী লাকী (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার এজেন্ট) স্বামী আব্দুল মান্নান, অপর দিকে পাশাপাশি ঘরের রুবেল, নিজাম, মোফাজ্জল, জালাল উদ্দিন, আবু তাহের, ফারুক ও খাইরুল জানান, রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত সংঘবদ্ধ চোরের দল ১০/১২টি বসতঘরে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে। এসময় তারা দুটি ঘরে কিছু না পেলেও অন্যান্য ঘর থেকে নগদ টাকা, গহনাসহ জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, একই দিনে একই সময়ে সিঁদ কেটে চুরি করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা চক্র পরিকল্পিত ভাবে এমন কাজ করছে। ভুক্তভোগী পরিবারের সাথে আমরাও এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসির বক্তব্য থেকে জানা গেছে, ভুক্তভোগী অধিকাংশই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার সমর্থক ছিল। এ ঘটনায় ওই এলাকায় আতংকে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.