সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি

ভালুকায় আ’লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ২.২৮ এএম
  • ৭৮ বার পাঠিত

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহ-১১, ভালুকা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানে আ’লীগের বর্তমান এমপি (নৌকা প্রতীক) প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনুকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জেলা আ’লীগের সহসভাপতি মো: আবদুল ওয়াহেদ জয়লাভ করেছেন। গোপন ব্যালটের মাধ্যমে রোববার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো: আবদুল ওয়াহেদ ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট। ৩৮ হাজার ৮৬০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কোথাও তোমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকের হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিরম্বনায় পরতে হয়েছে। তাছাড়া কোন কেন্দ্রেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। তবে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৯ টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেন। নির্বাচনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৪৫.৯২% শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) ৯৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ১০০ ভোট।
এ নির্বাচনে ভালুকায় মোট ভোটার ছিলো তিন লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৭ হাজার ৩০৭, নারী ভোটার এক লাখ, ৬৮ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন দুইজন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs