ময়মনসিংহ ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় আ’লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:২৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ১৮০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহ-১১, ভালুকা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানে আ’লীগের বর্তমান এমপি (নৌকা প্রতীক) প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনুকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জেলা আ’লীগের সহসভাপতি মো: আবদুল ওয়াহেদ জয়লাভ করেছেন। গোপন ব্যালটের মাধ্যমে রোববার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো: আবদুল ওয়াহেদ ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট। ৩৮ হাজার ৮৬০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কোথাও তোমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকের হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিরম্বনায় পরতে হয়েছে। তাছাড়া কোন কেন্দ্রেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। তবে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৯ টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেন। নির্বাচনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৪৫.৯২% শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) ৯৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ১০০ ভোট।
এ নির্বাচনে ভালুকায় মোট ভোটার ছিলো তিন লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৭ হাজার ৩০৭, নারী ভোটার এক লাখ, ৬৮ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন দুইজন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় আ’লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

আপলোড সময়: ০২:২৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহ-১১, ভালুকা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানে আ’লীগের বর্তমান এমপি (নৌকা প্রতীক) প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনুকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জেলা আ’লীগের সহসভাপতি মো: আবদুল ওয়াহেদ জয়লাভ করেছেন। গোপন ব্যালটের মাধ্যমে রোববার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো: আবদুল ওয়াহেদ ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট। ৩৮ হাজার ৮৬০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কোথাও তোমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকের হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিরম্বনায় পরতে হয়েছে। তাছাড়া কোন কেন্দ্রেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। তবে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৯ টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেন। নির্বাচনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৪৫.৯২% শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) ৯৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ১০০ ভোট।
এ নির্বাচনে ভালুকায় মোট ভোটার ছিলো তিন লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৭ হাজার ৩০৭, নারী ভোটার এক লাখ, ৬৮ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন দুইজন।