ময়মনসিংহ ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় অগ্নিদগ্ধে আহত কারখানার আরেক মালিকের মৃত্যু

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ২৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বন্ধন নামে প্লাস্টিক গলিয়ে ডিজেল ও পেট্রোল তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত অপর মালিক সাইদুল ইসলাম (৩৫) শনিবার দুপুরে শেখ হাসিনা প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে মারা যান। নিহত সাইদুল ইসলাম ভায়াবহ গ্রামের ফজর আলীর ছেলে। গত বুধবার দুর্ঘটনার পর কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন (৪৫) ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভায়াবহ গ্রামের সাহেদ আলীর ছেলে বিল্লাল হোসেনসহ তার পাঁচ বন্ধু মোস্তফা কামাল, রাম প্রসাদ, আশরাফুল আলম, রফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম প্রায় তিন বছর আগে ৮ লাখ টাকা বিনিয়োগ করে দু’টি বয়লার এবং একাধিক সিলিন্ডার বসিয়ে ছোট আকারে গড়ে তুলেন বন্ধন নামে তেল ও পেট্রোল উৎপাদন প্রতিষ্ঠান। প্রতিদিন ওই কারখানায় ৩০০ কেজি প্লাস্টিক বর্জ্য গলিয়ে ১৪০ লিটার ডিজেল ও ১০ লিটার পেট্রোল উৎপাদন করা হতো। বুধবার (০৩ জানুয়ারী ) বেলা ১১ টায় কারখানাটিতে বিকট শব্দ হয়ে আগুন ধরে কারখানাটির টিনের চালা, বেড়ার সাথে কারখানার মালিক বিল্লাল হোসেন উড়ে যায়। এতে কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর মালিক একই গ্রামের ফজর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও শ্রমিক লতিফ অগ্নিদগ্ধ হয়ে আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা অগ্নিদগ্ধ সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। পরে সাইদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আহত আরেক ব্যক্তি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় অগ্নিদগ্ধে আহত কারখানার আরেক মালিকের মৃত্যু

আপলোড সময়: ০২:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বন্ধন নামে প্লাস্টিক গলিয়ে ডিজেল ও পেট্রোল তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত অপর মালিক সাইদুল ইসলাম (৩৫) শনিবার দুপুরে শেখ হাসিনা প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে মারা যান। নিহত সাইদুল ইসলাম ভায়াবহ গ্রামের ফজর আলীর ছেলে। গত বুধবার দুর্ঘটনার পর কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন (৪৫) ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভায়াবহ গ্রামের সাহেদ আলীর ছেলে বিল্লাল হোসেনসহ তার পাঁচ বন্ধু মোস্তফা কামাল, রাম প্রসাদ, আশরাফুল আলম, রফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম প্রায় তিন বছর আগে ৮ লাখ টাকা বিনিয়োগ করে দু’টি বয়লার এবং একাধিক সিলিন্ডার বসিয়ে ছোট আকারে গড়ে তুলেন বন্ধন নামে তেল ও পেট্রোল উৎপাদন প্রতিষ্ঠান। প্রতিদিন ওই কারখানায় ৩০০ কেজি প্লাস্টিক বর্জ্য গলিয়ে ১৪০ লিটার ডিজেল ও ১০ লিটার পেট্রোল উৎপাদন করা হতো। বুধবার (০৩ জানুয়ারী ) বেলা ১১ টায় কারখানাটিতে বিকট শব্দ হয়ে আগুন ধরে কারখানাটির টিনের চালা, বেড়ার সাথে কারখানার মালিক বিল্লাল হোসেন উড়ে যায়। এতে কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর মালিক একই গ্রামের ফজর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও শ্রমিক লতিফ অগ্নিদগ্ধ হয়ে আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা অগ্নিদগ্ধ সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। পরে সাইদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আহত আরেক ব্যক্তি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।