ভালুকায় ফ্যাক্টরীর গর্ত থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

- আপলোড সময়: ১১:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৩৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং নামে একটি চায়না ফ্যাক্টরীর গোডাউনের ভেতর পানির গর্ত থেকে আফাজ উদ্দিন শেখ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (০৩জানুয়ারী) রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার ওই ফ্যাক্টরীর গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের নলুয়াকুড়ি এলাকার মৃত পুকাই শেখের ছেলে আফাজ উদ্দিন শেখ কিছুদিন আগে স্থানীয় ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং নামে একটি চায়না ফ্যাক্টরীর গোডাউনে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরী নেন। বুধবার দুপুর থেকে আফাজ উদ্দিনকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। রাতে ওই কারখানার গোডাউনের একটি গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় আরেক নৈশ প্রহরী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় নিহতের লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান জানান, নিহত আফাজ উদ্দিন ওই ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরী করতেন। তিনি সাধারনত দিনে ডিউটি করেন। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাতেই নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।