বুধবার, ০১ মে ২০২৪, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ”

ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে যুবদলের দুই নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১.২০ পিএম
  • ৯৬ বার পাঠিত

শফিকুল ইসলাম শফিক, ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক  রকিবুল হাসান রাসেল সহ গ্রেফতার ০২ জন। পুলিশ সুত্রে জানা যায় ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের আখালিয়া হাজির বাজার এলাকার ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের ময়মনসিংহগামী লেনে জনৈক বারেক মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর রাজনৈতিক দল কর্তৃক ডাকা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পেট্রোল বোমা বিষ্ফোরন ঘটাইয়া গাড়ীতে অগ্নি সংযোগ করে জনমনে আতংক সৃষ্টি করায় ভালুকা মডেল থানার মামলা নং-২৮, তারিখ – ২৭/১১/২০২৩ ইং, ধারা-১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০৩) এর ৩/৪; ভালুকা থানাধীন ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড ঢাকা টু ময়মনসিংহগামী মহাসড়কের জনৈক হারুন এর কাঠের মিলের সামনে পাকা রাস্তায় দেশীয় তৈরী মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ এবং ককটেল বোমা বিস্ফোরন ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি, গাড়ী ভাংচুর করিয়া ক্ষতিসাধন এবং পুলিশের সরকারী কাজে বাধাদান সহ পুলিশকে আহত করার অপরাধে দায়েরকৃত ভালুকা মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-৩০/১০/২০২৩ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩/৬ ধারা তৎসহ ১৪৩ / ১৪৭ / ১৪৮/ ১৮৬ / ৩৩২ / ৩৫৩ / ৪২৭ / ১০৯ পেনাল কোড-১৮৬০; এবং ভালুকা থানাধীন ০৭নং মল্লিকবাড়ী ইউপি’র ভান্ডাব সাকিনস্থ জনৈক ছলিম উদ্দিন মাষ্টারের বাড়ীর সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর দেশীয় তৈরি মারাত্নক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ এবং পেট্রোল মোবা বিস্ফোরন ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি, গাড়ী ভাংচুর করিয়া ক্ষতিসাধন, পুলিশের সরকারী কাজে বাধাদান সহ পুলিশকে আহত করার অপরাধে দায়েরকৃত ভালুকা মডেল থানার মামলা নং-১২, তারিখ – ১৫ / ১১ / ২০২৩ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩/৪ ধারা তৎসহ ১৪৩ / ১৪৭ / ১৪৮ / ১৮৬ / ৩৩২ / ৩৫৩/ ৪২৭/১০৯ পেনাল কোড – ১৮৬০ এর পলাতক আসামী গ্রেফাতারের নিমিত্তে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল ইসলাম, এসআই(নিঃ) মাহবুব অর রশিদ, এসআই(নিঃ) মোঃ ফজিকুল ইসলাম, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৯ ডিসেম্বর ২০২৩ ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা হতে ঘটনায় জড়িত একাধিক মামলার আসামী ১। ভালুকা পৌরসভা (কলেজ পাড়া), পৌরসভার ০৩ নং ওয়ার্ডেরমৃত আঃ আউয়াল খানের ছেলে রকিবুল হাসান রাসেল (৪৭), ২। একই উপজেলার বান্দিয়া (মাঝের বাড়ী) এলাকার আফাজ উদ্দিন খানের ছেলে মোঃ খোরশেদ আলম খান  উজ্জল (৪৫), আসামী রকিবুল হাসান  রাসেল (৪৭), ও মোঃ খোরশেদ আলম খান  উজ্জল (৪৫) দ্বয়েক জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs