মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ– ময়মনসিংহের ত্রিশালে দলিল লেখক সমিতির প্রবীন দলিল লেখক গিয়াস উদ্দিন সরকার স্বরনে দলিল লেখক সমিতির কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। জানাযায় তিনি গত ১৯ ডিসেম্বর নিজ বাড়ী কাঠাল ইউনিয়নের ডুগুলিয়া গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেনসহ রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ত্রিশাল দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক দুলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার জাহিদুল হক, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল বারেক, দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান সরকার, দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, দলিল লেখক সমিতির সাবেক সহ-সভাপতি ওয়ালিউল ইসলাম সরকার প্রমুখ।
এসময় দলিল লেখক সমিতির সকল নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.