ভালুকা প্রেসক্লাবের নির্বাচন সভাপতি উজ্জল,সম্পাদক সুমন ও কোষাধ্যক্ষ ফজলু
- আপলোড সময়: ০৮:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৭৯ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এমএ মালেক খান উজ্জল (সমকাল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) ও কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে এমএ সবুর (সকালের সময়) ও আতাউর রহমান তরফদার (সংবাদ), যুগ্ম সম্পাদক মো: মনিরুজ্জামান খান (মানবজমিন), দপ্তর সম্পাদক তমাল কান্তি সরকার (জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল এহসান চন্দন (জনকন্ঠ), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা)। তাছাড়া কার্যকরী সদস্য পদে মো: আলমগীর হোসেন (এনটিভি), হাদিকুর রহমান হাদিস (আজকের ময়মনসিংহ), রফিকুল ইসলাম রফিক (আনন্দ টিভি) ও মো: ফিরোজ খান (আরটিভি) নির্বাচিত হন। সোমবার বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ক্লাব সদস্য বাবু বীরেন রায়, রফিকুল ইসলাম হিরন ও জাহিদুল ইসলাম খান। ভালুকা প্রেসক্লাবের মোট ৪৬ জন সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহম্মেদ পরিদর্শন করেন। এ সময় ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।