আস্থা লাইফ ইন্সুরেন্সে মৃত্যু দাবীর চেক প্রদান

- আপলোড সময়: ০১:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ৪৬০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ময়মনসিংহ থেকেঃ- আর্মি ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর গ্রাহক দুলাল উদ্দিনের স্ত্রী সেতারা বেগম নমিনীর হাতে মৃত্যু দাবীর প্রাপ্ত ৩,০৪,৬৯২ টাকার একটি চেক প্রদান করা হয়েছে। আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি ময়মনসিংহ শাখা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের সানকি পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে দুলাল মিয়া গত ২০২২ সালের ১২ অক্টোবর আস্তা লাইফ ইন্সুরেন্স কোম্পানি ময়মনসিংহ শাখায় একটি পলিসি গ্রহণ করেন। গ্রহণ করার পর সে প্রতি মাসে ১৬৩৬ টাকা কিস্তি হিসেবে ১২ মাসে-১৯৬৩২ জমা করেন। এর পর তিনি গত ২০২৩ সালের ২০ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। পরে গত ২০ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ সেনানিবাস এক নাম্বার গেইট সংলগ্ন আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানির জেলা শাখার কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আব্দুর রফিক। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ ময়মনসিংহ শাখার ইউনিট ম্যানেজার সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) ফজলুল করিম,ইউনিট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হুসাইন,ত্রিশাল অঞ্চলের ফিন্যান্সিয়াল এসিস্টেন্ট সুলতারা রাজিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।