মোহাম্মদ সেলিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ময়মনসিংহের ত্রিশালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে নেমেছে ঐক্যবদ্ধ ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ। বিকেলে ত্রিশাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিশাল পৌরসভার পুরাতন ছাগল হাটা মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনীত প্রার্থী ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, বর্তমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জিয়াউল হক সবুজ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ,জেলা পরিষদের সম্মানিত সদস্য মেজবাউদ্দিন উজ্জল, ত্রিশাল পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুম সাবেক বার্সেল লুৎফুন্নেসা বিউটি সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামানকে ইঙ্গিত করে বলেন এই নির্বাচন উপজেলা পরিষদ বা পৌর নির্বাচন নয়, মনে রাখবেন এই নির্বাচন সংসদ নির্বাচন আপনি বারবার প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী রূপে বিদ্রোহী প্রার্থী হয়ে ভুল করেছেন।