ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও সমমনা দলের ১২ তম কর্মসূচী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে উপজেলার জামিরদিয়া মাষ্টার বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলমের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ী এলাকা প্রদক্ষিণ করে। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক সালাউদ্দিন আহমেদ, মোঃ নাসির উদ্দিন সরকার, আয়ুব আলী কমান্ডারসহ কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.