সংবাদ শিরোনাম :
ভালুকায় বনের রোপনকৃত চারাগাছ কর্তনের অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৩৫৪ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের রোপনকৃত ১ হাজার চারাগাছ কর্তনের অভিযোগে ১ জনকে আটক করে বন বিভাগ। (১৭ ডিসেম্বর) রবিবার মধ্যরাতে উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিটের চাঁনপুর মৌজার ৩১নং দাগের বিজ্ঞপ্তিত বন ভূমি থেকে গাছ কাটা অবস্থায় সংবাদ পেয়ে আঙ্গারগাড়া বিটের বিট অফিসার মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ লাল মাহমুদ নামে একজন কে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। বিট অফিসার মাজহারুল ইসলাম জানান, ঘটনার দিন রাত তিনটার সময় এক সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে বাকিরা বাকিরা পালিয়ে যায়। তিনি আরও বলেন কয়েক দিন আগে মুন্না মিয়া অফিসে এসে জানায়, ঐ জমি তার দখলে রয়েছে এবং বাগানের চারাগাছ গুলো কেটে ফেলে আবারো জমিটা জবরদখল করবেন বলে হুমকি দিয়েছেন।
ট্যাগস :