শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মা ও দুই শিশু বাচ্চা দগ্ধ হয়েছে।
(১০ডিসেম্বর) রবিবার ভোরে পৌরসভার তোতাখাঁর ভিটার সাত্তার মাস্টারের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ঘুমানোর সময় জ্বালানো কয়েলের আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে তাদের ডাক চিৎকারে জানালা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দগ্ধ অবস্থায় মনি ও তার দুই সন্তান সাত বছরের জাফরান ও আট মাসের মায়ানকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.