ভালুকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান
- আপলোড সময়: ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ২৬১ বার পড়া হয়েছে
ষ্টাফ রির্পোটার :-ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্থাপনাসহ সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বনবিভাগ। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় (০৪ ডিসেম্বর) সোমবার দুপুরেবনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ০৯ দাগে জনৈক আলম, সীমান প্রাচীর নির্মান শুরু করেন খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত থেকে ভেঙে গুড়িয়ে দেন। এ সময় হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খানসহ রেঞ্জের সকল স্টাফ উপস্থিত ছিলেন।হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান বলেন ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ০৯ দাগে জনৈক আলম, সীমান প্রাচীর শুরু করলে আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি।বিভাগীয় বন কর্মকর্তা, আ ন ম আব্দুল ওয়াদুদ স্যারের নির্দেশে ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ খান এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে, এবং আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।