খলিলুর রহমান:- ময়মনসিংহর ভালুকায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ভালুকা মুক্ত দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে (০৩ডিসম্বর) রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিটু, মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান, ভালুকা সরকারী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান তুহিন, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাঃ আনিছুজ্জামান, ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, শাহ আলম তরফদার, শিহাব আমিন খান, শারফুল ইসলাম খান, তোফায়েল আহম্মদ বাচ্চু, শামছুল হোসাইন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার সভাপতি মোছাম্মৎ আশরাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলন।