শফিকুল ইসলাম সবুজ :-ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের রাজৈ ইউনিয়নের পাইলাব চৌরাস্তা এলাকার আজিজুল হকের বাড়ীর পাশ থেকে ৫৯ পিছ গজারী কাঠের টুকরো জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। জানাজায় (২৫ নভেম্বর) শনিবার রাতে উপজেলার রাজৈ এলাকার পাইলাব চৌরাস্তা আজিজুল হকের বাড়ীর পাশ থেকে ওই কাঠ গুলো জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, ওই কাঠ গুলো আজিজুল হকেরই সে ও তার ভাই মঞ্জুরুল দীর্ঘ দিন যাবৎ ওই কাঠ গুলো তার বাড়ীর পাশেই ফেলে রেখেছিল, স্থানীয় বনবিভাগ খবর পেয়ে কাঠ গুলো জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। এ সময় হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান ও রেঞ্জের সকল স্টাফ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠ গুলো জব্দ করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তবে এর সাথে কে বা কারা জড়িত প্রাথমিক ভাবে জানা সম্ভব হয়নি। পরবর্তীতে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় বনআইনে মামলার প্রস্তুতি চলছে।