ষ্টাফ রিপোর্টার:- বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিয়ন্ত্রীত ‘ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল অফিস কর্তৃক আয়োজিত ২০ লক্ষ টাকার এস বি বোনাসের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর ) সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী বাড়ী শিল্পাঞ্চল খ্যাত স্কয়ার মাস্টার বাড়ী সার্ভিসিং সেল কার্যালয়ে কোম্পনীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহাম্মেদ সরকারের সভাপতিত্বে ২০ লক্ষ টাকার এসবি বোনাস বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাশিদ ডালী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর এডিশনাল এমডি রফিকুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার বাড়ী পপুলার হসপিটালের ম্যানিজিং ডিরেক্টর কাজী মেহেদী হাসান লিপু, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবু, শরীফ আহমেদ মন্ডল।দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভালুকা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, দৈনিক আমার সংবাদ পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ, এছাড়াও উপস্থিত ছিলেন, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল এর এজিএম, রফিকুল ইসলাম, শাহ আলম আকন্দ, নজরুল ইসলাম, রুহুল আমিন, খাইরুল ইসলাম, ইমরান হোসেন, ইউনিট ম্যানেজার রোকসানা, সায়লা আক্তার, রানু আক্তার, রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে কোম্পানীর পক্ষ থেকে গ্রাহকদের মধ্যে ২০ লক্ষ টাকার এসবি বোনাসের চেক তুলে দেয়া হয়।