ত্রিশালে হালিমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মজিব
- আপলোড সময়: ০১:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী হালিমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে যুগান্তর ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।এ নিয়ে তিনি পাঁচবার সভাপতি হিসেবে নির্বাচিত হন। ৬ নভেম্বর অভিভাবক সদস্য ও সংরক্ষিত অভিভাবক নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে ঝাকজমকপুর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। এতে অভিভাবক সদস্য মাসুদ রানা,শহিদুল ইসলাম, দুলাল মিয়া,বাবুল হোসেন নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে মাফিয়া রহমান নির্বাচিত হয়েছেন। গতকাল বিকেলে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক কর্মকর্তার সভাপতিত্বে স্কুল প্রধান শিক্ষক সুলতান আহমেদের পরিচালনায় স্কুল মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্ব সম্মতিক্রমে যুগান্তর প্রতিনিধি খোরশিদুল আলম মজিব নির্বাচিত হন। উল্লেখ্য এর আগেও তিনি চার বার পুর্নাঙ্গ ও এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্কুল ছাড়াও তিনি সামাজিক সাংস্কৃতিক একাধিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।