ভালুকায় অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রদিবাদে সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড সময়: ১২:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ২৪২ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রদিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (০৯নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা আদর্শ নিন্ম মাধ্যমিক স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ এই সমাবেশ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ। উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ লেবু’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব এম এ ওয়াহেদকে প্রায় দশ হাজার লোকের উপস্থিতিতে বিশাল গণসংবর্ধ্বনা দেয় ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। সংবর্ধ্বনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.শওকত আলী। ছিলেন, এড. শওকত আলী, মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মনি, জালাল পাঠান, নজরুল ইসলাম সরকার, ইব্রাহিম খলিল, ইফতেখার আহমেদ সুজন প্রমুখ। এম এ ওয়াহেদ এর সংবর্ধ্বনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতিয়ায় এতো লোক তারা এর আগে দেখেনি। সংবর্ধ্বনার জবাবে তাঁর ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রসা নির্মাণ, শিক্ষার উন্নয়নে শিক্ষা বৃত্তি চালু সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তথ্যচিত্র তুলে ধরে এম এ ওয়াহেদ বলেন, জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারন করে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ক্ষুদা, দারিদ্র মুক্ত একটি অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক বৃহৎ প্রকল্পগুলি উল্লেখ্য করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাকে যদি আওয়ামীলীগ মনোনয়ন দেন, এমপি নির্বাচিত হয়ে সরকারী বরাদ্ধের সাথে তাঁর ব্যক্তিগত অর্থ যোগ করে এই অঞ্চলে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করতে পারবেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য ১৫৬, ময়মনসিংহ-১১ ভালুকা আসনে এম এ ওয়াহেদ নৌকার মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে সকালে ব্যক্তিগত অর্থায়ণে পৌনে ৩ লক্ষ টাকা ব্যয়ে ৪৮ নং ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্মাণকৃত বাথরুমটি নিজে উপস্থিত থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এম এ ওয়াহেদ। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা আক্তার খানম ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।