ভালুকায় ডা.মোনাসিরের মতবিনিময় ও গণসংযোগ
- আপলোড সময়: ০৮:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৬৩ বার পড়া হয়েছে
খলিলুর রহমান :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন ভালুকা থেকে চার চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক ডা. এম আমান উল্লাহ’র ছেলে ডা. মোনাসিার সাকিফ আমান উল্লাহ। তিনি ৪ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। মতবিনিময় কালে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উনśয়ন হয়, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মাস্টার, সাধারণ সম্পাদক আঃ হক মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিনś পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ডা. মোনাসিার সাকিফ আমান উল্লাহ শুক্রবার ভালুকার কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং সেখানে তার প্রয়াত পিতা অধ্যাপক ডা. এম আমান উল্লাহ’র আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।