ভালুকায় জেল হত্যা দিবস পালিত
- আপলোড সময়: ০১:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭৮ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতীয় চারনেতাকে যথাযথ শ্রদ্ধা শ্রদর্শনের মাধ্যমে ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে উপজেলা আওয়ামীলীগ। এ দিবস উপলক্ষে ৩ নভেম্বর শুক্রবার বিকালে বাসস্ট্যান্ড চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ. কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম. শাহ মোহাম্মদ আশারফুল হক জর্জ, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আওয়ামীলীগ নেতা ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হোসাইন,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মোহন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজ্বী নুরুল ইসলাম, মনিরুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন প্রমুখ। অন্যান্যের মাঝে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক আদনান আসিফ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।