খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় “পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগান সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে (০৪নভেম্বর) শনিবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ, এর কার্যালয় ভরাডোবায় বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় আকিজ বশির গ্রুপের হেড অব এইচ আর এন্ড কমপ্লায়েন্স ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মামুন আক্তারের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ তালুকদার, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।