খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের অবৈধ অবরোধের নামে হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি, উন্নয়ন সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। (০২নভেম্বর) বৃহস্পতিবার ভালুকা উপজেলা কৃষকলীগ এই কর্মসূচী পালন করেন। মিছিলে নেতৃত্বদেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভালুকা উপজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন আহমেদ। মিছিলটি মেজর ভিটা মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস্ট্যান্ড চত্ত্বরে এসে মিলিত হয়। মিছিলে অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজ্বী আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মোহন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল আমি লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।