ভালুকায় মানববন্ধন ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ২৯৫ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের অবৈধ অবরোধের নামে হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩১অক্টোবর) মঙ্গলবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞ্চালনা করেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ওমর হায়াৎ খান নঈম, বীর মুক্তিযোদ্ধা কজিম উদ্দিন, আনিছুর রহমান খান রিপন, জাকির হোসেন সিবলী, নজরুল ইসলাম সরকার, এজাদুল হক পারুল, ইব্রাহিম খলিল, মনিরুজ্জামান মামুন, সাহরিয়ার সজিব, ইফতেখার আহমেদ সুজন, তানভির আহমেদ খান প্রমুখ।
ভালুকায় অবরোধের প্রথম দিন:- এদিকে বিএনপি-জামাতের ডাকা তিনদিন ব্যাপী সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিনে ভালুকায় দূরপাল্লার যানবাহন কম থাকলেও স্থানীয় সড়ক গুলিতে যান চলাচল ছিলো স্বাভাবিক। দোকান পাট খোলা ছিলো প্রতিদিনের মতই। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা:- অপরদিকে পুলিশের দায়েরকৃত পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম সহ ৬৯ জনকে চিহ্নিত ও অজ্ঞাত ছয়শত জনকে আসামী করা হয়েছে। ২৯ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা করার অপরাধে ৩০অক্টোবর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। ভালুকা মডেল থনার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।