সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি ভালুকায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধন

ঢাকায় সমাবেশ: ভালুকার সড়কে বাস কম যাত্রীও নেই

  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৮.৪৪ এএম
  • ৮০ বার পাঠিত

খলিলুর রহমান:- আজ শনিবার (২৮অক্টোবর) একদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবীতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। অপরদিকে একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ আওয়ামীলীগের। ঢাকায় রাজনৈতিক কর্মসূচীকে ঘিরে রাজধানী সহ সারাদেশেই ছিলো টান টান উত্তেজনা। সবাই ঢাকায়, তাই এলাকায় রাজনৈতিক নেতা-কর্মীদের উপস্থিতি কম। সাধারণ মানুষও নেই সড়কে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকার সড়কে গণপরিবহন চলাচল কমে গেছে। নেই যাত্রীও। শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সবচেয়ে ব্যবস্ততম স্থান বাসস্ট্যান্ড চত্ত্বর, ভালুকা গফরগাঁও সড়ক, সিডষ্টোর, মাস্টারবাড়ী, ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় দেখাগেছে সড়কে গণপরিবহন চলাচল খুবই কম। ২/১ টি স্থানীয় বাস সড়কে দাঁড়িয়ে থাকলেও নেই যাত্রী। মহা সড়কের পাশের স্থানীয় বাজার গুলোতে অধিকাংশ দোকানপাটও বন্ধ। খোলা থাকলেও ক্রেতা কম। ভির নেই চায়ের দোকান গুলিতেও। কি হচ্ছে বা কি হবে ঢাকায় এনিয়ে একদিকে টান টান উত্তেজনা অপরদিকে এক অজানা আশংঙ্কা ও নীরবতা ছিলো সব খানেই। আঞ্চলিক সড়ক গুলিতে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও ভাড়ায় চালিত মোটরসাইকেলও কম, যাত্রীও নেই। এক কথায় রাস্তা ফাঁকা। অলস সময় পারকরছেন বাস, অটোটেম্পু ও রিক্সা চালকরা। তারা বেশ খোঁশ মেজাঝেই রিক্সায় গা হেলিয়ে বিড়ি টানছেন। অটোরিক্সা চালক কলিম উদ্দিন জানান, অন্যান্য দিন এই সময়ে ৪/৫শত টাকা কামাই হয়। আজকে এখন পর্যন্ত একশ টাকা হইছে। রিক্সার জমা তিনশত পঞ্চাশ টাকা, কেমনে কি অইব! ভালুকা থেকে মাওনা সড়কের বাস চালক মজিবুর জানান, অন্যান্য দিন এই সময় পর্যন্ত দুই সিঙ্গেল হয়। আজকে এক সিঙ্গেলও হয় নাই। চায়ের দোকান্দার ফজলু জানান, কাস্টমার নাই, বেঁচাকিনিও নাই। সকাল থেকে ষ্টাফিক পুলিশের বাশির পোঁ পোঁ শব্ধ কেউ শুনেনি। চারিদিকে শুন শান নীরবতা। সর্বত্র টান টান উত্তেজনা ও অজানা আশংঙ্কা থাকলেও সড়কের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs