ভালুকায় আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০২:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ১৯৬ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় বিএনপি, জামাতের হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে বাসস্ট্যান্ড চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগ ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, কৃষকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছোসেবকলীগ সভাপতি জাকির হোসেন সিবলী, কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, পৌর যুবলীগ সভাপতি শাহাদাৎ হাসান পাঠান শৈকত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাহরিয়ার সজিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছোসেবকলীগ সহ-সভাপতি তানভির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক আদনান আসিফ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।