বিশেষ প্রতিনিধি:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌরসভার বিভিনś পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, ভালুকা থেকে চার চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক ডা. এম আমান উল্লাহ’র ছেলে ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ। ২২ ও ২৩ অক্টোবর রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার কেন্দ্রীয় পূজা মন্ডব পরিদর্শন ও পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ পূজা মন্ডব পরির্দশন কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সরকারের উন্নয়নের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ পরিবেশ ও উনśয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান ডা. মোনাসির। ডা. মোনাসির সাকিফ আমান দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এসময় ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ’ মা ডা. সাঈদা আমান উল্লাহ, উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।