বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার স্কয়ার গেইটের পূর্ব পাশে জবান আলীর বাড়িতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে ভস্মীভূত। এতে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার গেইটের পূর্ব পাশে জবান আলীর বসত বাড়িতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে ভস্মীভূত হলেও আগুনের সূত্রপাতে জানা যায় নি। এ সময় ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগিśকান্ডে জবান আলীর ২০টি ঘর ও ঘরে থাকা বিভিনś আসবাবপত্র পুড়ে ছাই হয়েগেছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে স্থানীয় বিভিনś মিলের শ্রমিকরা ভাড়া থাকত। শ্রমিকদের ওই সব ঘরে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্র পুড়ে গিয়ে তারা এখন নিঃস্ব। ফায়ার সার্ভিস সিনিয়র ষ্টেশন অফিসার আল-মামুন জানান,আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭/৮ লাখ টাকা হতে পারে। তবে আগুনের সূত্রপাতে জানা যায় নি।