ভালুকায় আওয়ামীলীগের গন সমাবেশ অনুষ্ঠিত

- আপলোড সময়: ১২:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ২৭১ বার পড়া হয়েছে

আফরোজা আক্তার জবা,ভালুকা থেকে:-ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের উদ্যোগে, বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৮ অক্টোবর) বুধবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড শওকত আলী ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডা: মোনাসির সাকিফ আমান উল্লাহ, কৃষকলীগ কেন্দ্রীয় নেতা এড আশরাফুল হক জর্জ, রফিকুল ইসলাম পিন্টু, সেলিনা রশিদ, বীরমুক্তযোদ্ধা সন্তান সাদিকুর রহমান তালুকদার, আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।