বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাহিত্যিক, শিক্ষানুরাগী, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আব্দুল আউয়াল কলেজের সাবেক অধ্যক্ষ খাইরুল আলম মল্লিক এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, ভালুকা থেকে নির্বাচিত চার চারবারের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক ডা: এম আমান উল্লাহ এর ছেলে ডা: মোনাসির সাকিফ আমান উল্লাহ। এক শোক বার্তায় তিনি খাইরুল আলম মল্লিক এর রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহপাক ওনাকে জান্নাতবাসী করুণ ও ওনার পরিবারকে এই শোক সইবার তওফিক দান করুন। ডা: মোনাসির সাকিফ আমান উল্লাহ বলেন, খাইরুল আলম মল্লিক আওয়ামী লীগের দুঃসময়ের একজন ত্যাগী কর্মী। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে আমৃত্যু তিনি আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ হারালো একজন ত্যাগী কর্মী। উল্লেখ্য, ১৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ায় সময় সড়ক দুর্ঘটনায় খাইরুল আলম মল্লিক মারাত্মক হয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭০)। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে হবিরবাড়ী সোনার বাংলা উচ্চবিদ্যালয় কলেজ মাঠে ও দুপুরে উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে খাইরুল আলম মল্লিক এর জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে।