বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

ত্রিশালে বাসচাপায় গার্মেন্টস কর্মী নিহত ৬, আহত ১৩

  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৭.৫৩ এএম
  • ৯৭ বার পাঠিত

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় বাসের চাপায় ছয়জন গার্মেন্টস কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম(২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ময়মনসিংহ গন্ডখোলা গ্রামের সোহেল মিয়া(৩২) আরও একজন পুরুষ ও একজন মহিলা অজ্ঞাত রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার সকাল আটটার দিকে শেরপুর থেকে ঢাকা গামী এস এস ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাংচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে লাবিব গার্মেন্সের পোশাক শ্রমিকরাও ঐ স্থানে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এসময় পেছন থেকে রাসেল স্পিনিং মিলের রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪) পরিবহন দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।পরে উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাঈন উদ্দিন জানান, সকাল আটটার দিকে শেরপুর থেকে ঢাকা গামী এস এস ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাংচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে লাবিব গার্মেন্টের পোশাক শ্রমিকরাও ঐ স্থানে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এসময় পেছন থেকে রাসেল স্পিনিং মিলের রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪)ঘাতক পরিবহন দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যুহয় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘাতক বাসটি আটক করা গেলে ও চালক পালিয়ে যায়।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs