পূর্ব শত্রুতায় বেগুন ক্ষেতের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা

- আপলোড সময়: ০৩:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাচাচড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে বেগুন ক্ষেতের প্রায় ৫শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে,কাচাচরা এলাকার হতদরিদ্র আব্দুল ছালাম ও আনিছুর রহমান উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমার নিকট থেকে ৫কাঠা জমি লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে ফসল চাষ করে আসছিল। তাদের চাষ করা ফসলী জমি গরু দিয়ে খাওয়াকে কেন্দ্র করে স্হানীয় রফিকুল, লুৎফর,আকাশ ও ইসমাইলদের সাথে কলহের সৃষ্টি হয়।এরই জের ধরে রফিকুল ইসমাইল গংরা গতকাল রাতের আধারে বেগুন ক্ষেতের প্রায় ৫ শতাধিক গাছ কেটে ফেলেন। বেগুন খেতের চাষী আব্দুল ছালাম ও আনিছুর রহমান জানান, বেগুন খেতে হামলা কারী আদম আলী ডাকাতের ছেলে রফিকুল, লুৎফর,ইসমাইল ও তার নাতী আকাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের অপকর্ম করে চলছে। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় একাধিক মামলা রয়েছে, তাদেরকে আমরা কেউ কোন কথা বলতে পারি না। কোন ধরনের কথা বললেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।