ভালুকায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপলোড সময়: ০৪:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৩৭২ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (৫অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে র্যালী ও আলোচনাসভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে এবং হালিমুলেচ্ছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নিনা ও ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভালুকা সরকারী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আ ন ম শাহাদৎ হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, পৌর মেয়র ডা. এ. কে. এম মেজবা উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এ্যাপোলো ইন্সটিটিউট এর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াছ কাঞ্চন, ভালুকা প্রেসক্লাব এর সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, ভালুকা সরকারী ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, চাপর বাড়ী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম বাচ্চু, মাদ্রাসার সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার সভাপতি মোছাঃ আশরাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে হালিমুলেচ্ছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চবিদ্যালয়ের আয়েজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।