টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে স্কটিশ সোয়েটার কারখানার মালিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ও কর্মচারীদের অর্থ আত্মসাৎ করে নিয়ে কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে শ্রীপুর উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উত্তর ধনুয়া উত্তর পাড়া এলাকায় অবস্থীত স্কটিশ সোয়েটার কারখানার মালিক বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করেছে। পাওনা টাকা চাইতে গেলে রাকিবুল ইসলাম রাকিব ওরফে হিরু মিথ্যা মামলা দিয়ে জেলখাটানোসহ বিভিন্ন ভাবে হয়রানির মধ্যেমে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছে না বলেও জানান তারা। কর্মচারীদের পাওনা টাকা উদ্ধার ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.