মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকে:- দৈনিক বনিকবার্তা পত্রিকার ময়মনসিংহ নিজস্ব প্রতিনিধি ত্রিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক মুহাম্মদ আলমগীর কবীরের ত্রিশালস্থ পৌরসভার ৬নং ওয়ার্ডের নিজ বাসায় সোমবার দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনার অভিযোগ উঠেছে। ঊাসার সাব-মারসেবল মটর, বৈদ্যুতিক পাখা, থাই গ্লাস, বারান্দার গ্রীল, গ্যাসের চুলাসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়েগেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গত মাসে আফরোজা খাতুনের নিকট হতে ক্রয় সূত্রে সাবকাওলা মুলে এ বাসার মালিক হন সাংবাদিক আলমগীর কবীর। সাবেক কাউন্সিলর দুলাল উদ্দিন দুলু ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসেন বাসার আগের মালিকের নিকট টাকা পাবেন বলে বাসাটির মূল গেইটে তালা লাগিয়ে দেন। বিষয়টি সমাধানের জন্য দুলুকে চাপ দিলে সে কালক্ষেপন করেন। গত সোমবার দুলু মন্ডলের ভাতিজা একাধিক মামলার আসামী ফরিদ হোসেন বাসার মূল গেটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে বাসায় থাকা মালামাল গুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনা পরে পুলিশ এসেম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এক ভাঙ্গগাড়ীর দোকান থেকে বারান্দার গ্রীল উদ্বার করে। ত্রিশাল থানার এস আই আনিস জানান, বাসায় কোন লোকজন না থাকায় সাব-মারসেবল মটর, বৈদ্যুতিক পাখা, থাই গ্লাস, বারান্দার গ্রীল, গ্যাসের চুলাসহ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসায় চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, চুরিকৃত মালামাল উদ্বারের জন্য চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.