ভালুকায় ডিবির হাতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী
- আপলোড সময়: ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৫ বার পড়া হয়েছে
শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদলতে সোপর্দ করেছে গোয়েন্দা পুলিশ। জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে ভালুকা উপজেলার হরিববাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ক্রাউন ওয়্যারস্ প্রাঃ লিঃ এর গেইটের সামনে পাকা রাস্তার পাশ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মোঃ মোজারুল হকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২২), মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ শাহীন আলমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দুইজন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।