দার্জিলিং কবিতা উৎসবে অংশগ্রহন করছেন—-আতিকুল ইসলাম জাকারিয়া
- আপলোড সময়: ১২:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯০ বার পড়া হয়েছে
মুক্তকণ্ঠ ডেস্ক:- আগামী (২১-২৬) সেপ্টেম্বর/২০২৩ ইং তারিখ বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র, ঢাকা এবং জাতীয় কবিতা পরিষদ, কলকাতার যৌথ আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের কবি, সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “দার্জিলিং কবিতাউৎসব”। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন ময়মনসিংহ জেলাধীন ভালুকার কৃতি সন্তান তরুণ প্রজন্মের আইকন উদীয়মান কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধার সন্তান আতিকুল ইসলাম জাকারিয়া। ইতিমধ্যে তাঁর প্রকাশিত প্রবন্ধ ‘কৃষক সারথি বঙ্গবন্ধু ‘ ও কাব্যগ্রন্থ ‘ইতিহাস বহে নিরবধি ‘ পাঠকমহলে সমাদৃত হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ এই লেখক রাজনৈতিক সংগঠক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। তিনি বর্তমানে ভালুকা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করছেন। দার্জিলিং কবিতা উৎসবে অংশগ্রহণের মাধ্যমে তাঁর সৃজনশীল চিন্তা- চেতনা ও লেখনী আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।