ভালুকায় ট্রাফিক পুলিশের পথসভা ও লিফলেট বিতরণ
- আপলোড সময়: ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯২ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক আইন ও শৃংখলা সংক্রান্তে সচেতনতা মুলক পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ও ট্রাফিক ইন্সপেক্টার মোঃ কামরুজ্জামানের যৌথ আয়োজনে শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, পৌর মেয়র ডাঃ এ. কে. এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.শওকত আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি, বীরমুক্তিযোদ্ধা সন্তান সাদিকুর রহমান তালুকদার, জাতীয় শ্রমিক লীগ ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ ভালুকা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ট্রাফিক ইন্সপেক্টার মোঃ কামরুজ্জামান। এসময় বক্তাগণ ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।পরে সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, পৌর মেয়র ডাঃ এ. কে. এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এসময় সড়কের যেখানে সেখানে গাড়ী পার্কিং না করার জন্য চালকদের প্রতি আহবান জানান।