ভালুকায় আস্-সীরাহ ফাউন্ডেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- আপলোড সময়: ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ২৩৯ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার:- ‘রাসূলুল্লাহ সা. এর সীরাত’কে জানবো, সন্ত্রাস-মাদকমুক্ত আলোকিত সমাজ গড়বো ‘ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মানব সমাজের মাঝে রাসুল (সাঃ) এর জীবনী ও জ্ঞানের আলো ছড়াচ্ছে আস্-সীরাহ ফাউন্ডেশন ভালুকা।
প্রতিবছরের ন্যায় এবারও যুব সমাজ সহ সকলের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পবিত্র ঈদুল আযহার পূর্বে অনলাইন ভিত্তিক কুরবানী বিষয়ক কুইজ প্রতিযোগিতা ” ত্যাগের জ্যোতি” ২০২৩ অনুষ্ঠিত হয়েছিলো।
জানাযায় শুক্রবার (০১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর সদরে সিটি গার্ডেন-২ এ আস্-সীরাহ ফাউন্ডেশন ভালুকা কর্তৃক আয়োজিত কুরবানী বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে, এডমিন মোকরামিন আহমদ সোহাগ ও এডমিন মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম তরফদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তারেক আজিজ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ক্লিন আপের কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন, আল-কুরআন ফাউন্ডেশনের আব্দুল্লাহ আনসারী আকরাম, মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আতাউর রহমান, হাফেজ নাজমুল হক তারাব, হুমায়ুন কবির, মোঃ কাউছার খান প্রমুখ।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ৪০ জন বিজয়ী, ৩২ জন স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা আস্-সীরাহ ফাউন্ডেশন ভালুকা’র ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সা. এর জীবনী সবার কাছে পৌঁছে দিতে হবে তাহলে যুব সমাজ মাদক ও সন্ত্রাসের করাল গ্রাস থেকে বেঁচে থাকতে পারবে।