মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকে:– ময়মনসিংহ- ৭ ত্রিশাল আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী ত্রিশাল থানা বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন সরকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একটি র্যালি বের হয়। র্যালিটি ত্রিশাল পৌরসহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এসময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিটি শেষ করে স্থানীয় গরু হাটা মাঠে আগামী দিনে সরকার পতনে আন্দোলন সংগ্রামে সকলের সহযোগিতা চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমিন সরকার।